সংরক্ষণ করুন
  • New List
আরও
    সংরক্ষণ করুন
    • New List
6,24929/রবিউল আউয়াল/1440 , 07/ডিসেম্বর/2018

খ্রিস্টানদের উৎসব উপলক্ষে প্রস্তুতকৃত খাবার খাওয়া

প্রশ্ন: 7876

খ্রিস্টানদের উৎসব উপলক্ষে যে খাবার প্রস্তুত করা হয় সেটা খাওয়ার হুকুম কী? যীশু খ্রিস্টের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করার বিধান কী?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর

বিদাতী উৎসবগুলো উদযাপন করা জায়েয নয়; যেমন- খ্রিস্টমাস (বড়দিন), নওরোজ, মেহেরজান। অনুরূপভাবে মুসলমানেরা নতুন নতুন যে সব দিবস উদযাপন করা চালু করেছে; যেমন- রবিউল আউয়াল মাসে মিলাদ পালন করা, রজব মাসে মিরাজ দিবস পালন করা ইত্যাদি। অনুরূপভাবে খ্রিস্টানেরা কিংবা মুশরিকেরা তাদের উৎসব উপলক্ষে যে খাবার প্রস্তুত করে সেটা খাওয়া জায়েয নয়, এসব দিবস উদযাপনকে কেন্দ্র করে তারা দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ করাও জায়েয নয়। কেননা তাদের দাওয়াত গ্রহণ করার অর্থ হল হলো- এ ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করা এবং এ বিদাতগুলো পালনে তাদেরকে স্বীকৃতি দেয়া। এর মাধ্যমে অজ্ঞ লোকেরা প্রবঞ্চিত হবে এবং তারা মনে করবে এতে কোন অসুবিধা নেই।

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র

সূত্র

আল-লু'লুল মাকিন মিন ফাতাওয়া বিন জিবরীন, পৃষ্ঠা-২৭

টেক্সট ফরম্যাটিং অপশন

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android