1,884

চোখে কৃত্রিম পাপড়ি পরা

প্রশ্ন: 21724

চোখের মূল পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি পরার হুকুম কি? এটি চোখকে অধিক খুলে রাখে ও অধিক আকর্ষনীয় করে (মাঝেমধ্যে এগুলো আমরা স্বামী ও মাহরামদের সামনে ব্যবহার করি)।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

স্থায়ী কমিটির ফতোয়াতে এসেছে: “কৃত্রিম নখ ও কৃত্রিম পাপড়ি ব্যবহার করা জায়েয নয়...। যেহেতু এতে শরীরের সংশ্লিষ্ট স্থানের ক্ষতি রয়েছে এবং যেহেতু এতে জালিয়াতি, প্রতারণা ও আল্লাহ্‌র সৃষ্টিকে পরিবর্তন করা রয়েছে”।[ফতোয়া নং (১৭/১৩৩)]

‘যিনাতুল মারআ বাইনাত তিব্ব ওয়াশ শার’ কিতাবে (পৃষ্ঠা-৩৩) এসেছে:

আর কৃত্রিম পাপড়ি ও প্রাকৃতিক পাপড়িকে যে সব উপাদান দিয়ে রঙ করা হয়; ডাক্তারেরা বলেন: এগুলো নিকেলের লবণ দিয়ে কিংবা কৃত্রিম বিভিন্ন রাবার দিয়ে তৈরী। এ দুটোই চোখের পাতার ক্ষতি করে এবং পাপড়ি পড়ে যাওয়ার কারণ হয়।

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android