সংরক্ষণ করুন
  • New List
আরও
    সংরক্ষণ করুন
    • New List
4,76911/শাওয়াল/1445 , 20/এপ্রিল/2024

লেখাপড়ার জন্য অমুসলিম দেশে সফর করার শর্তাবলি

প্রশ্ন: 10175

কিছু কিছু যুবক মেডিকেল সাইন্স ও অন্যান্য সাইন্সের কিছু বিষয়ে লেখাপড়া করতে চায়। কিন্তু, এক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে– ছেলে-মেয়েদের একত্রে সহশিক্ষা এবং অমুসলিম দেশে সফর। এমতাবস্থায়, সমাধান কী? এ যুবকদের প্রতি আপনার উপদেশ কী?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর

এ যুবকদের প্রতি আমার উপদেশ হচ্ছে– তারা যেন মেডিকেল সাইন্সে পড়াশুনা করে। আমাদের দেশে মেডিকেলের পড়াশুনা খুবই প্রয়োজন। সহশিক্ষার বিষয়টি আমাদের দেশে –আলহামদু লিল্লাহ্‌- একজন মানুষ সাধ্যানুযায়ী বেঁচে থাকতে সক্ষম।

আর অমুসলিম দেশে সফর করা: বিশেষ কিছু শর্ত পূর্ণ না হলে আমি জায়েয মনে করি না:

এক: ব্যক্তির কাছে এমন ইল্‌ম থাকা চায় যে ইল্‌ম দিয়ে সে ব্যক্তি সংশয়গুলোকে প্রতিহত করতে পারবে। কেননা অমুসলিম দেশগুলোতে তারা মুসলিম ছেলেদের কাছে নানারকম সংশয় উপস্থাপন করে, যাতে করে তাদেরকে তাদের ধর্ম থেকে সরিয়ে নিতে পারে।

দুই: ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম এমন দ্বীনদারি থাকা। দুর্বল দ্বীনদারি নিয়ে সেখানে যাবে না। গেলে সে ব্যক্তি কুপ্রবৃত্তির কাছে হেরে গিয়ে ধ্বংসের দিকে ধাবিত হবে।

তিন: বিদেশে গিয়ে পড়ার প্রয়োজন সাব্যস্ত হওয়া; যদি এই সাবজেক্ট মুসলিম দেশে না থাকে।

যদি এই শর্তগুলো পরিপূর্ণ থাকে তাহলে সে ছাত্র বিদেশে যাক। যদি এগুলোর কোন একটি অনুপস্থিত থাকে তাহলে সে ব্যক্তির বিদেশে সফর করা অনুচিত। কারণ দ্বীনদারি রক্ষা করা অন্য যে কোন কিছু রক্ষা করার চেয়ে গুরুত্বপূর্ণ।

এই মাসয়ালার বিস্তারিত খুঁটিনাটি দেখুন শাইখ উছাইমীনের ফতোয়াসমগ্র (৩/২৮)

সূত্র

সূত্র

শাইখ উছাইমীন প্রণীত ‘কিতাবুল ইল্‌ম’ (পৃষ্ঠা-১৪৪)

টেক্সট ফরম্যাটিং অপশন

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android