আলহামদু লিল্লাহ।.
আলহামদুলিল্লাহ।ইন্টারনেটে চ্যাটিং প্রোগ্রামের মাধ্যমে স্ত্রীরসাথে কথা বলে অথবাতাকেদেখে বা তার ছবি দেখেতৃপ্ত হওয়া জায়েয।তবে সাবধান থাকতে হবে অন্যকেউযেনস্বামী-স্ত্রীরআলাপচারিতাশুনতেনাপায়অথবা গোয়েন্দাগিরি না করে।
হস্তমৈথুনেরসাধারণবিধানহল- তাহারাম।তবেযদিকেউযিনায়লিপ্তহওয়ারআশঙ্কাবোধকরেতবেতারক্ষেত্রে জায়েয।
শাইখইবনেউছাইমিন (রহঃ) কেএকবারজিজ্ঞেসকরা হয়েছিল, স্বামী-স্ত্রীরজন্যটেলিফোনেযৌনবিষয়েআলাপকরাএবংএকেঅন্যকেএমনভাবেউত্তেজিতকরাযেহস্তমৈথুনব্যতিরেকে তাদেরউভয়ের বা কোন একজনের বীর্যপাতহয়েযায়— এরূপকরাকিজায়েয? কারণ,আমারস্বামীপ্রায়শঃসফরেথাকেন।আমরা চারমাসেরমধ্যে একে অপরের সাক্ষাত পাই না।
জবাবেশাইখবলেন: এতে কোনসমস্যানেই;এটাজায়েয।
প্রশ্নকারী: যদি সেটা হাত দ্বারা হয়?
জবাব: হাত ব্যবহার করা হলে সে ক্ষেত্রে আপত্তি আছে। যিনাতে লিপ্ত হওয়ার আশংকা ব্যতিরেকে হাত ব্যবহার করা জায়েয হবে না।
প্রশ্নকারী:যদিহস্তমৈথুনযুক্তনাহয়তবেতোকোনোসমস্যানেই?
জবাব: না, কোনোসমস্যানেই।স্বামীযদিস্ত্রীরসাথে নিবিড়ভাবেমিলিতহওয়ারব্যাপারে কল্পনাকরেতবেএতেদোষেরকিছুনেই।
আরও জানতে দেখুন 4807 ও 329 নং প্রশ্নোত্তর।
আল্লাহই ভাল জানেন।