শুক্রবার 19 রমজান 1445 - 29 মার্চ 2024
বাংলা

কুরবানীর পশু ও হাদির পশুর যে বয়স হওয়া ওয়াজিব

প্রশ্ন

হাদির পশুর কি সুনির্দিষ্ট কোন বয়স আছে; যেটার চেয়ে কম বয়সী পশু জবাই করা জায়েয হবে না। আল্লাহ তাআলার বাণী:فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ  এর অর্থ কী?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শরিয়তের দলিলগুলো প্রমাণ করে যে ভেড়ার বয়স ৬ মাস পূর্ণ হয়েছে, যে ছাগলের বয়স ১ বছর পূর্ণ হয়েছে, যে গরুর বয়স ২ বছর পূর্ণ হয়েছে এবং যে উটের বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে। এর চেয়ে কম বয়সী হলে সেটা হাদি বা কুরবানীর পশু হিসেবে জায়েয হবে না। এটাই হচ্ছে আল্লাহ্‌র বাণী: فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ (তাহলে কুরবানীর পশু হিসেবে যা কিছু সহজলভ্য)[সূরা বাকারা, আয়াত: ১৯৬] এর অর্থ। যেহেতু কুরআন-হাদিসের এক দলিল অপর দলিলকে ব্যাখ্যা করে।

আল্লাহ্‌ তাওফিক দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সাথীবর্গের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।[সমাপ্ত]

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি

শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ আব্দুর রাজ্জাক আফিফি, শাইখ আব্দুল্লাহ্‌ বিন গাদইয়ান, শাইখ আব্দুল্লাহ্‌ বিন কুয়ুদ।[ফাতাওয়াল লাজনাদ দায়িমা (১১/৩৭৬)]

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব