শনিবার 11 শাওয়াল 1445 - 20 এপ্রিল 2024
বাংলা

একই বোতলে একাধিক ব্যক্তির ঝাড়ফুঁক করা

7872

প্রকাশকাল : 27-05-2021

পঠিত : 3136

প্রশ্ন

যয়তুন তেলে ঝাড়ফুঁক করার ব্যাপারে আপনাদের মতামত কী? একই বোতলে কি একাধিক ব্যক্তি ঝাড়ফুঁক করতে পারেন?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আয়াতে কারীমা বা দোয়া দরুদ পড়ে যে কোন পানিতে ঝাড়ফুঁক করতে কোন বাধা নেই। সেটা যমযমের পানি হতে পারে, জয়তুনের তেল হতে পারে। এরপর সে পড়া তেল রোগীকে ব্যবহার করতে হবে এবং একই বোতলে একাধিক ব্যক্তি ঝাড়ফুঁক করতে কোন অসুবিধা নেই।

সূত্র: আল-লুলু আল-মাকিন মিন ফাতাওয়া ইবনে জিবরীন