বৃহস্পতিবার 16 শাওয়াল 1445 - 25 এপ্রিল 2024
বাংলা

অমুসলিম দেশে অভিবাসী মুসলমানদের একতাবদ্ধ থাকা

42771

প্রকাশকাল : 16-11-2015

পঠিত : 3346

প্রশ্ন

প্রশ্ন: ধর্মনিরপেক্ষ দেশে ইসলামী দল তৈরী করা কি জায়েয? যাতে আইন অনুযায়ী দলটির সরকারী অনুমোদন থাকে। তবে দল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে- আল্লাহর দিকে দাওয়াত দেয়া।

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

যে সকল মুসলমান অমুসলিম দেশে অবস্থান করার মুসিবতে আছেন তাদের একতাবদ্ধ থাকা, একই বন্ধনে আবদ্ধ থাকা, পারস্পরিক সহযোগিতা করা ইসলামে অনুমোদিত; সেটা কোন ইসলামী দলের নামে হোক কিংবা কোন ইসলামী সংস্থার নামে হোক। এতে করে নেকি ও তাকওয়ার কাজে পারস্পরিক সহযোগিতা করার সুযোগ থাকে।

আল্লাহই তাওফিকদাতা।

সূত্র: স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (২৩/৪০৭)