শুক্রবার 10 শাওয়াল 1445 - 19 এপ্রিল 2024
বাংলা

ওযুর সময় নারীদের মাথা মাসেহ করার পদ্ধতি

প্রশ্ন

ওযুর সময় নারীদের মাথা মাসেহ করার পদ্ধতি কী?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

ওযুর সময় নারীদের ও যে পুরুষদের মাথার চুল লম্বা তাদের মাথা মাসেহ করার পদ্ধতি হল যা রুবাই বিনতে মুআওয়িয (রাঃ) থেকে বর্ণিত হাদিসে এসেছে। যে হাদিসটি ইমাম আহমাদ (২৬৪৮৪) ও আবু দাউদ (১২৮) তার থেকে সংকলন করেছেন যে, একবার রাসূলুল্লাহ্‌সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে ওযু করলেন। তখন তিনি গোটা মাথা মাসেহ করলেন; মাথার উপর থেকে প্রত্যেক পার্শ্বস্থ চুলের শেষ পর্যন্ত; চুলের অবস্থানের কোন পরিবর্তন না করে।[আলবানী 'সহিহু আবি দাউদ' গ্রন্থে হাদিসটিকে হাসান বলেছেন]

ইরাক্বী বলেন: "হাদিসের মর্ম হচ্ছে— মাথার উপর থেকে মাসেহ শুরু করে মাথার নীচ পর্যন্ত মাসেহ করবে। আলাদা আলাদাভাবে মাথার প্রত্যেক পার্শ্ব মাসেহ করবে।"[আওনুল মাবুদ থেকে সংকলিত]

মাথা মাসেহ করার অন্য একটি মশহুর পদ্ধতিও বর্ণিত আছে। সেটা হল দুই হাত দিয়ে মাথার সম্মুখ ভাগ থেকে পেছনের ভাগ পর্যন্ত মাসেহ করা। এরপর হাতদ্বয় যে স্থান থেকে শুরু করেছে সে স্থানে ফিরিয়ে আনা। তবে এ পদ্ধতিতে চুল ছড়িয়ে পড়ে ও বিক্ষিপ্ত হয়ে যায়। তাই নারীদের জন্য উত্তম পদ্ধতি হচ্ছে প্রথমটি। কিংবা মাথার সম্মুখ ভাগ থেকে পেছনের ভাগ পর্যন্ত মাসেহ করা; তবে হাতদ্বয় সামনের দিকে পুনরায় ফিরিয়ে না আনা। এটি রুবাই (রাঃ) এর হাদিসের অন্য একটি ব্যাখ্যা। আরও জানতে দেখুন: 45867 নং প্রশ্নোত্তর।

ইবনে কুদামা (রহঃ) 'আল-মুগনী' গ্রন্থে (১/৮৭) বলেন: "হাতদ্বয় ফিরিয়ে আনলে চুল এলোমেলো হয়ে যাওয়ার আশংকা করলে হাতদ্বয় ফিরিয়ে আনবে না। ইমাম আহমাদ স্পষ্ট ভাষায় এ কথা বলেছেন। তখন তাকে বলা হল: যার চুল কাঁধ পর্যন্ত সে অযুর সময় কিভাবে মাসেহ করবে? তখন ইমাম আহমাদ তাঁর হাতদ্বয় তাঁর মাথার উপর সামনে থেকে একবার মাসেহ করলেন এবং বললেন: চুল বিক্ষিপ্ত হয়ে যাওয়ার আশংকা করলে এভাবে করবে। অর্থাৎ তিনি মাথার পেছনের অংশ পর্যন্ত মাসেহ করেছেন; পুনরায় হাতদ্বয় ফিরিয়ে আনেননি।" আর কেউ চাইলে রুবাই (রাঃ) থেকে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেও মাসেহ করতে পারে। "একবার রাসূলুল্লাহ্‌সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে ওযু করলেন। তখন তিনি গোটা মাথা মাসেহ করলেন; মাথার সিঁথি থেকে প্রত্যেক পার্শ্বস্থ চুলের শেষ পর্যন্ত; চুলের অবস্থানের কোন পরিবর্তন না করে।"[সুনানে আবু দাউদ] ইমাম আহমাদকে জিজ্ঞেস করা হয়েছিল: নারী কিভাবে মাথা মাসেহ করবে? তখন তিনি বলেন: এভাবে; তিনি তাঁর মাথার মাঝ বরাবর হাত রাখলেন। এরপর হাতকে সামনের দিকে টানলেন। এরপর হাতকে উপরের দিকে তুলে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে রাখলেন। এরপর হাতকে পিছনের দিকে টানলেন। যতটুকু অংশ মাসেহ করা ওয়াজিব ততটুকু অংশ মাসেহ করার পর যেভাবে মাসেহ করা হোক না কেন জায়েয হবে।"[সমাপ্ত]

আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব