বুধবার 15 শাওয়াল 1445 - 24 এপ্রিল 2024
বাংলা

কোন কাজ করার সময় গান শুনা কি সে কাজের মাধ্যমে অর্জিত সম্পদকে হারামে পরিণত করবে

প্রশ্ন

প্রশ্ন: খুব সংক্ষেপে বলতে চাই; আমি কিছু শরীর চর্চা করি। কখনো কখনো অন্য কোন কাজ করি যেমন- প্রোগ্রামিং। আমি জানি, গান শুনা হারাম। কিন্তু আমি যদি এ জাতীয় কাজগুলো করার সময় গান শুনি সেটা কি এ কাজগুলোকে হারামে পরিণত করবে? অর্থাৎ আমি প্রোগ্রামিং করাকালে যদি গান শুনি এতে করে এ প্রোগ্রামিং এর মাধ্যমে অর্জিত সম্পদ কি হারাম হয়ে যাবে? জাযাকুমুল্লাহু খাইরা (আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন)।

উত্তর

আলহামদু লিল্লাহ।.

এক:

বাদ্যযন্ত্রসহগানকরা, গানশুনাসেটানারীরকণ্ঠেহোককিংবাপুরুষেরকণ্ঠেহোক, সেগানআবেগীহোককিংবাবীরত্বমূলকহোককিংবাধর্মীয়হোকসেটিহারাম।এমূলবিধানথেকেশুধুমাত্রবিয়ে, ঈদওনিরুদ্দেশব্যক্তিরফিরেআসাউপলক্ষেদফ (আরবী) নামকবাদ্যযন্ত্রসহগানগাওয়ারবৈধতাথাকবে।এসংক্রান্তবিস্তারিতআলোচনা 5000  নং, 20406 নংও 43736 নংপ্রশ্নোত্তরেউল্লেখকরাহয়েছে।

আরগানেযদিবাদ্যযন্ত্রনাথাকে; তবেসেগানযদিকোননারীপুরুষদেরজন্যপরিবেশনকরেথাকেতাহলেসেটাওহারাম।আরযদিকোনপুরুষএমনকোনবৈধকথাদিয়েগানগায়; উদাহরণতমিউজিকবিহীনইসলামীগানতাহলেসেটাজায়েয।কিন্তুতাসত্ত্বেওমাত্রাতিরিক্তগানশুনাওগাননিয়েব্যস্তথাকাউচিতনয়।

একাধিকআলেমমিউজিকশুনাহারামহওয়াসম্পর্কেইজমাবর্ণনাকরেছেন।দেখুন: 107572 নংও 78223 নংপ্রশ্নোত্তর।

দুই:

যেব্যক্তিনিজস্বকাজকরাকালেকিংবাব্যায়ামকরাকালেকোনহারামগানশুনেসেব্যক্তিগানশুনারকারণেগুনাহগারহবে।কিন্তুসেটাতারকাজেরউপরকিংবাতারব্যায়ামেরউপরকোনপ্রভাবফেলবেনা।তাইসেব্যক্তিযদিবৈধকোনপ্রোগ্রামিংকরেঅর্থউপার্জনকরেতারসেঅর্থহালাল।কারণসেঅর্থবৈধকাজেরমাধ্যমেঅর্জিতহয়েছে।সেবৈধকাজটিহচ্ছে- প্রোগ্রামিং।

তবে, বুদ্ধিমানলোকেরউচিতসময়টাকেকাজেলাগানো, আল্লাহরযিকিরেব্যস্তথাকা, কিংবাকুরআনতেলাওয়াতশুনাকিংবাব্যায়ামেরসময়দরকারিকথাবার্তায়সময়কাটানো।এরমাধ্যমেশতশতনেকিহাছিলকরাযায়।পক্ষান্তরে, মিউজিকওগানশুনারমাধ্যমেসময়নষ্টেরসাথেসাথেশতশতপাপঅর্জিতহয়, ভালসুযোগগুলোনষ্টহয়।অথচকুরআনওযিকিরহৃদয়কেপরিশুদ্ধকরে, আত্মাকেপ্রশান্তকরে, স্থানকেপবিত্রকরে।অতএব, রহমানেরবাণীওশয়তানেরবীণারমাঝেকিকোনতুলনাচলে!

আমরাআল্লাহরকাছেপ্রার্থনাকরছিতিনিযেনআপনারহৃদয়কেআলোকিতকরেদেন, আপনারগুনাহগুলোপাপকরেদেনএবংআপনাকেনেকিঅর্জনওতাঁরনৈকট্যেরআমলেব্যস্তরাখেন।

আল্লাহইভালজানেন।

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব