Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

এ কথা বলার হুকুম কি: الحمد لله حتى يبلغ الحمد منتهاه (অর্থ- সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য যতক্ষণ না প্রশংসা এর শেষসীমায় পৌঁছে)?

11-03-2018

প্রশ্ন 263376

এ কথা বলার হুকুম কি: الحمد لله حتى يبلغ الحمد منتهاه (অর্থ- সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য যতক্ষণ না প্রশংসা এর শেষসীমায় পৌঁছে)?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

আমরা এ প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্‌রাক (হাফিযাহুল্লাহ্‌) এর কাছে উপস্থাপন করেছি; তিনি বলেন: এ কথার কোন ভিত্তি নেই। আর অর্থের দিক থেকেও এ কথা বাতিল। কেননা আল্লাহ্‌র প্রশংসার কোন শেষ নেই।[সমাপ্ত]

আল্লাহ্‌ই ভাল জানেন।

যেসব দোয়া বৈধ নয় যেসব শব্দের ব্যবহার নিষিদ্ধ
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান