Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

শুকনো পাউডার দুধ দিয়ে ফিতরা আদায় করা কি জায়েয?

30-06-2016

প্রশ্ন 235361

প্রশ্ন: শুকনো পাউডার দুধ দিয়ে ফিতরা আদায় করা কি জায়েয?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

কোন দেশে প্রথাগতভাবে মানুষ যে ধরণের খাবারকে মৌলিক খাদ্য হিসেবে গ্রহণ করে সে খাবার ছাড়া অন্য কিছু দিয়ে ফিতরা আদায় করা জায়েয হবে না। অর্থাৎ মানুষ দুপুরের ও রাতের প্রধান খাদ্য হিসেবে যে খাবার খায় সেগুলো যেমন- গম, চাল ও এ জাতীয় অন্য কিছু।

অতএব, শুকনো পাউডার দুধ দিয়ে ফিতরা আদায় করা জায়েয হবে না। তবে, দুধ যদি কোন দেশের মানুষের মৌলিক খাদ্য হয়ে যায় তাহলে জায়েয হবে।

আমি এ প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান বিন আল-বার্‌রাকের কাছে পেশ করেছি তিনি বলেন: '‘দুধ দিয়ে ফিতরা আদায় করা জায়েয হবে না। তবে, কোন দেশের মানুষের খাদ্য হয় দুধ তাহলে অসুবিধা নেই”।[সমাপ্ত]

আল্লাহ ভাল জানেন।

ফিতরা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান