Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

যদি কেউ তাওয়াফের মধ্যে সন্দেহে পড়ে যায় সে কি সাহু সেজদা দিবে?

09-03-2023

প্রশ্ন 109343

যদি কোন ব্যক্তি তাওয়াফের মধ্যে সন্দেহে পড়ে যায় সে কি সাহু সেজদা দিবে; এই বিবেচনা থেকে যে, বায়তুল্লাহ্‌কে তাওয়াফ করা নামাযতুল্য?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

“সে ব্যক্তি সিজদা দিবে না। কেননা তাওয়াফের মধ্যে সিজদা দিয়ে আল্লাহ্‌র ইবাদত করা নেই। যদি মূল ইবাদতের মধ্যেই সিজদা না থাকে; তাহলে সন্দেহর ক্ষেত্রে কিভাবে?! যেটির মূল ইবাদতেই সিজদা নেই সেটির ভুলকে কিভাবে সিজদা দিয়ে শোধরানো হবে?”[মাজমুউ ফাতাওয়া ইবনে উছাইমীন (২২/৩৪৭)]

হজ্জের বিবিধ মাসয়ালা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান